দীর্ঘমেয়াদে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অনেক জটিলতা দেখা দিতে পারে। যেমন হৃদরোগ, ব্রেন স্ট্রোক ও কিডনির রোগ। ডায়াবেটিসে হৃদরোগের ঝুকি এবং এর প্রতিকার নিয়ে ডায়াবেটিস মেলার ২য় দিন প্রথম সেশনে আলোচনা করেন অধ্যাপক তৌফিকুর রহমান।
দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে আলোচনা করেন অধ্যাপক এস এম আশরাফুজ্জান, অধ্যাপক, হরমোন বিভাগ, বারডেম। ঢাকার খামারবাড়ীতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনে চলছে দিনব্যাপী নানা আয়োজন। সুলভে ডায়াবেটিস পণ্য, সেবা প্রাপ্তি ছাড়াও ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের শিক্ষা পেতে চলে আসুন ডায়াবেটিস মেলা। মেলা চলবে আজ সন্ধ্যে সাতটা পর্যন্ত। আগামীকাল আবারো মেলার কার্যক্রম শুরু হবে সকাল ৯ টায় শেষ হবে বিকেল ৩ টায়।