ডায়াবেটিসের রোগীদের #হৃদযন্ত্র ও মস্তিষ্কে রক্ত সরবরাহে বিঘ্ন ঘটে। ফলে হৃদযন্ত্রে #রক্ত সরবরাহ কমে, বাড়ে করোনারি #হৃদরোগ। টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত মানুষের অন্তত ৬০ শতাংশ শেষ পর্যন্ত মারা যান #ইসকিমিক হৃদরোগে। হৃদযন্ত্রের ধমনী করোনারি আর্টারির গহ্বর সরু হয়ে এরকম দুর্ঘটনা ঘটে।
স্বাভাবিক মানুষের তুলনায় টাইপ টু ডায়াবেটিসের রোগীর ইসকিমিক বা করোনারি হৃদরোগে আক্রান্ত হবার সম্ভাবনা দুই থেকে তিনগুণ। এর সঙ্গে জড়িত অন্য কারণগুলো হল #রক্তচাপ, রক্তে #ট্রাইগ্লিসারাইড ও LDL #কোলেস্টেরল বাড়া ও HDL কোলেস্টেরল (ভাল কোলেস্টেরল) কমে যাওয়া।
তথ্যসূত্র: হাতের মুঠোয় ডায়াবেটিস –ড. শ্যামল চক্রবর্তী